গোবর [ gōbara ] বি. গোময়, গোরুর মল।
[সং. গোবিট্]।
গোবরগণেশ বিণ. বি. (ব্যঙ্গে) গোবরে তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য, ব্যক্তিত্বহীন ও নির্বোধ।
গোবরগঙ্গা বি. গোবরের স্তূপ।
গোবরছড়া বি. জলে গোলা গোবরের ছিটে।
গোবরভরা মাথা বি.
১. যার মাথায় একটুও বুদ্ধি নেই;
২. যে মাথা বাজে জিনিসে বোঝাই।
গোবরে পদ্মফুল নিকৃষ্ট স্হানে উত্পন্ন উত্কৃষ্ট বস্তু; হীনকুলজাত মহত্ বা অপূর্ব সুন্দর ব্যক্তি।
Leave a Reply