গূঢ় [ gūḍh ] বিণ.
১. গুপ্ত, অপ্রকাশিত, অলক্ষিত (গূঢ় অভিসন্ধি);
২. অজ্ঞাত, দুর্জ্ঞেয়, জটিল (গূঢ়তত্ত্ব);
৩. দূর্গম, দুষ্প্রবেশ্য (গূঢ় রহস্য);
৪. লুক্কায়িত (গূঢ় পথ);
৫. নিভৃত।
[সং. √গুহ্ + ত]।
গূঢ়পাদ বি. ১. কচ্ছপ; ২. সাপ।
গূঢ়পুরুষ বি. গুপ্তচর।
গূঢ়বৃক্ষ বি. করবী গাছ।
গূঢ়মার্গ বি. গুপ্তপথ; সুড়ঙ্গ।
গূঢ়সাক্ষী বি. যে সাক্ষী গোপনে বিরূদ্ধপক্ষের কথা জেনে নেয় বা জেনে নিয়েছে।
Leave a Reply