গুহা [ guhā ] বি.
১. গহ্বর;
২. পাহাড়ের গর্ত;
৩. (আল.) গুপ্ত বা নিভৃত স্হান; অন্তরতম প্রদেশ।
[সং. √গুহ্ (আচ্ছাদন করা) + অ + আ]।
গুহাচর বিণ. গুহায় বাস করে এমন।
গুহাচিত্র বি. গুহায় বা গুহার দেওয়ালে আঁকা বা খোদাই করা চিত্র।
গুহামানব বি. গুহাবাসী (আদিম) মানুষ।
গুহাশয় বিণ. গুহায় শয়নকারী বা বসবাসকারী।
☐ বি. সিংহ, বাঘ প্রভৃতি গুহাবাসী পশু।
গুহাহিত, গুহাআহিত বি. হৃদয়গুহায় নিলীন পরমব্রহ্ম বা পরমাত্মা।
Leave a Reply