গুপ্ত [ gupta ] বিণ.
১. অপ্রকাশ্য, লুকানো (গুপ্তধন, গুপ্তব্যাধি);
২. অদৃশ্য, প্রচ্ছন্ন (‘কে বলে ঈশ্বর গুপ্ত, ব্যাপ্ত চরাচরে’: ঈ. গু.);
৩. (প্রায় অপ্রচলিত) রক্ষিত;
৪. বৈদ্য বা বৈশ্য জাতির পদবিবিশেষ।
[সং. √গুপ্ + ত]।
স্ত্রী. গুপ্তা।
গুপ্তকথা বি. গোপন কথা; গোপনীয় কথা; অজ্ঞাত কাহিনী।
গুপ্তঘাতক বি. গোপনে হত্যাকারী (গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন)।
গুপ্তচর বি. যে গোপনে সংবাদ সংগ্রহ করে; গোয়েন্দা।
গুপ্তধন বি. সবার অজ্ঞাতে ও অগোচরে লুকানো ধন।
গুপ্তবেশ বি. ছদ্মবেশ।
গুপ্তভোট, গুপ্তমত বি. ব্যালট ভোট, গোপন ভোট, secret ballot.
গুপ্তি বি.
১. গোপনে রক্ষণ (মন্ত্রগুপ্তি);
২. ফাঁপা লাঠির মধ্যে লুকিয়ে রাখা সরু তরবারি।
Leave a Reply