গুটা [ guṭā ] ক্রি.
১. টেনে এনে জড় করা (সুতো গুটাচ্ছে);
২. সংকুচিত করা (হাত-পা গুটানো, আস্তিন গুটানো) ;
৩. বন্ধ করা, তুলে দেওয়া (কারবার গুটিয়ে ফেলব);
৪. টেনে তোলা (জাল গুটানো)।
[সং. √গুড়্ (=রক্ষণ, বেষ্টন)]।
গুটানো ক্রি. গুটা।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply