গীতি [ gīti ] বি. গান, সংগীত।
[সং. √গৈ + তি]।
গীতিকবিতা বি. গীতধর্মী আত্মনিষ্ঠ কবিতা।
গীতিকা বি. গাথা, গান; ছোট গীতিকবিতা।
গীতিকাব্য বি. গীতিকবিতা -র অনুরূপ।
গীতিনাট্য বি. যে নাটকে গান প্রধান হয়ে বাচনিক অভিনয়ের স্হান গ্রহণ করে, যে নাটকে গানই সংলাপ; গীতপ্রধান নাটক।
Leave a Reply