গার্ড [ gārḍa ] বি.
১. রক্ষী;
২. (পরীক্ষা ইত্যাদিতে) নজরদার invigilator;
৩. চলন্ত রেলগাড়ির ভারপ্রাপ্ত কর্মচারীবিশেষ।
[ইং. guard]।
গার্ড করা ক্রি. বি. নজর রাখা ও আটকানো বা ঠেকানো; আড়াল করে রাখা এবং রক্ষা করা।
গার্ড দেওয়া ক্রি. বি. পাহারা দেওয়া; নজরদারি করা।
Leave a Reply