গাড়ি [ gāḍi ] বি. যান, স্হলপথে এক স্হান থেকে অন্যত্র পরিবহণের জন্য ব্যবহৃত যান, শকট।
[হি. গাড়ী-তু. সং. গন্ত্রী]।
গাড়ি করা ক্রি. বি. গাড়ি ভাড়া করা; নিজের ব্যবহারের জন্য গাড়ি কেনা।
গাড়ি ডাকা ক্রি. বি. গাড়ি ভাড়া করে নিয়ে আসা।
গাড়ি ধরা ক্রি. বি. গাড়িতে ওঠা (রোজ পাঁচটার গাড়ি ধরতে হয়)।
গাড়ি ফেল করা ক্রি. বি. গাড়ি ধরতে না পারা।
গাড়ি বারান্দা বি. যে বারান্দার নীচে গাড়ি দাঁড়াতে পারে।
Leave a Reply