গল্প [ galpa ] বি.
১. কাহিনি, উপকথা (তিনি গল্প লেখেন);
২. কথাবার্তা, আলাপ (তাঁরা গল্পে মত্ত) ;
৩. অতিরঞ্জিত বর্ণনা, আতিশয্যমূলক বর্ণনা (এ তোমার গল্প, এ কি আর সত্যি হতে পারে?)।
[তু-সং. জল্প]।
গল্প করা ক্রি. বি. ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলা; আড্ডা দেওয়া।
গল্প গেলা ক্রি. বি. তন্ময় হয়ে গল্প শোনা।
গল্পগুজব, গল্পসল্প বি. কথাবার্তা, আলাপ।
গল্পে, (কথ্য) গপ্পে বিণ. গল্পবাজ, যে গল্প করতে ভালোবাসে।
Leave a Reply