গর্ব [ garba ] বি.
১. অহংকার, আত্মশ্লাঘা, দর্প (রূপের গর্ব);
২. গর্বের বস্তু, গৌরব (বিদ্বান ব্যক্তি জাতির গর্ব)।
[সং. √গর্ব্ + অ]।
গর্বিত, গর্বী (-বিন্) বিণ. অহংকারী।
স্ত্রী. গর্বিতা, গর্বিনী।
গর্বোজ্জ্বল বিণ. গৌরবে উদ্ভাসিত।
গর্বোদ্ধত বিণ. অহংকারে উন্মত্ত, দাম্ভিক।
Leave a Reply