গতর [ gatara ] বি. (আঞ্চ.)
১. শরীর, দেহ (গতর খাটানো);
২. স্বাস্হ্য (গতরখানা দেখেছ?) ;
৩. দেহের শক্তি বা সামর্থ্য।
[সং. গাত্র]।
গতরখাকি, গতরখাগি বি. বিণ. (স্ত্রী.) (গালিবিশেষ) সামর্থ্য থাকা সত্ত্বেও অলস বা শ্রমবিমুখ (স্ত্রীলোক)।
পুং. গতরখেকো, গতরখেগো।
গতর খাটানো ক্রি. বি. দৈহিক পরিশ্রম করা।
গতরপোষা বিণ. শরীরকে পুষে রাখে অর্থাত্ পরিশ্রম করে না এমন।
Leave a Reply