গ্রন্হি [ granhi ] বি.
১. গাঁট, গিরা (গ্রন্হি শিথিল হওয়া);
২. দেহের (বিশেষত অস্হির) সন্ধিস্হান ;
৩. বাঁশ ইত্যাদির সন্ধি বা গিঁট;
৪. দেহাভ্যন্তরস্হ রসনিঃসারক কোষ, gland (পাচকগ্রন্হি, লালাগ্রন্হি)।
[সং. √গ্রন্হ্ + ই]।
গ্রন্হিপ্রদাহ বি. অস্হির সন্ধিস্হানের জ্বালা।
গ্রন্হিবন্ধন বি. গাঁটছড়া।
গ্রন্হিল বিণ. বহু গ্রন্হিযুক্ত, গ্রন্হিময়।
Leave a Reply