গ্রাম্য [ grāmya ] বিণ.
১. গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক;
২. গ্রামজাত, গ্রামে উত্পন্ন ;
৩. গ্রামস্হ, গ্রামের;
৪. ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)।
[সং. গ্রাম + য]।
গ্রাম্যতা বি.
১. অমার্জিত ভাব, অভদ্রতা;
২. ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা।
গ্রাম্যধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ।
গ্রাম্যমৃগ বি. কুকুর।
Leave a Reply