গ্রাস [ grāsa ] বি.
১. ভোজনের জন্য এক-একবারে যে পরিমাণ খাদ্যদ্রব্য হাত দিয়ে মুখে তোলা হয়;
২. কবল (কালগ্রাস) ;
৩. ভক্ষণ, গলাধঃকরণ, গেলা;
৪. খোরাক, অন্ন (গ্রাসাচ্ছাদন) ;
৫. গ্রহণের সময় আবৃত হওয়া (চন্দ্রের বা সূর্যের পূর্ণগ্রাস, বলয়গ্রাস) ;
৬. (গৌণার্থে) অন্যায়ভাবে গ্রহণ (অপরের সম্পত্তি গ্রাস)।
[সং. √গ্রস্ + অ]।
গ্রাসকারী (-রিন্) বিণ. বি. ভক্ষণকারী, খাদক; যে গ্রাস করে।
গ্রাসনালি, গ্রাসনালী বি. যে-পথে ভুক্ত দ্রব্য পাকস্হলীতে পৌঁছায়, অন্ননলি, খাদ্যনলি, gullet.
গ্রাসাচ্ছাদন বি. খোরপোশ, অন্নবস্ত্র।
গ্রাসিত বিণ. ১. কবলিত; ২. ভক্ষিত।
Leave a Reply