গ্রাহ্য [ grāhya ] বিণ.
১. গ্রহণযোগ্য, স্বীকার্য (এই ব্যাখ্যা গ্রাহ্য নয়);
২. জ্ঞেয় (বুদ্ধিগ্রাহ্য) ;
৩. বিবেচ্য;
৪. গণনীয়।
[সং. √গ্রহ্ + য]।
গ্রাহ্য করা ক্রি. বি. মেনে নেওয়া বা সমীহ করা (আমার কথা কেউ গ্রাহ্য করে না)।
গ্রাহ্য হওয়া ক্রি. বি.
১. স্বীকৃত হওয়া;
২. বিবেচনার যোগ্য বলে গৃহীত হওয়া (আবেদন গ্রাহ্য হবে না)।
Leave a Reply