গজকচ্ছপ বি.
১. পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ;
২. (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ;
৩. (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি।
গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ।
Leave a Reply