গজ১ [ gaja ] বি. দুই হাত বা ৩৬ ইঞ্চি পরিমাণ মাপবিশেষ।
☐ বিণ. ওই মাপের (দুই গজ কাপড়)।
[তু. সং. ‘সাধারণ নরাঙ্গুল্যা ত্রিংশদঙ্গুলকো গজঃ’]।
গজকাঠি বি. এক গজ মাপের কাঠি। গজি বিণ. এক গজ পরিমাণবিশিষ্ট (পাঁচগজি কাপড়)।
গজ২ [ gaja ] বি.
১. হাতি;
২. দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ;
৩. শিবের হাতে নিহত অসুরবিশেষ।
[সং. √গজ্ + অ]।
গজকচ্ছপ বি.
১. পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ;
২. (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ;
৩. (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ।
গজকুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড।
গজগতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট।
☐ বি.
১. হাতির গমনভঙ্গি ;
২. সংস্কৃত ছন্দোবিশেষ।
গজগামী (-মিন্) বিণ.
১. গজে চড়ে যায় এমন;
২. হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার।
স্ত্রী. গজগামিনী।
গজঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়।
গজচক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ।
গজদন্ত বি.
১. হাতির দাঁত, ivory;
২. মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত;
৩. গণেশ।
গজপতি বি.
১. শ্রেষ্ঠ হাতি;
২. হাতিদের প্রধান;
৩. ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ।
গজবীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি।
গজভুক্তকপিত্থবত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম।
গজমোতি, গজমুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে।
গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়।
গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ।
গজানীক বি. গজারোহী সৈন্যদল।
গজারি বি.
১. হাতির শত্রু সিংহ;
২. গজাসুরের হন্তা শিব ;
৩. গাছবিশেষ।
গজারূঢ বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন।
গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)।
Leave a Reply