গণক [ gaṇaka ] বি. দৈবজ্ঞ, গণত্কার, জ্যোতিষী।
☐ বিণ. যে গণনা করে, গণনাকারী।
[সং. √গণ্ + অক]।
গণকযন্ত্র বি. নির্ভুল হিসাব বা গণনা করে দেয় এমন স্বয়ংক্রিয় যন্ত্র, computer.
গণতি, গণত্কার [ gaṇati, gaṇatkāra ] যথাক্রমে গনতি ও গনতকার -এর বর্জি. বানান।
গণন, গণনা [ gaṇana, gaṇanā ] বি.
১. সংখ্যা করা, অঙ্ক কষা;
২. বিবেচনা (দোষী বলে গণনা করা হল);
৩. হিসাব (লাভ-লোকসান গণনা);
৪. স্বীকার করা (মানুষ বলে গণনা করা);
৫. উল্লেখ ;
৬. নির্দেশ (শত্রু বলে গণনা);
৭. (জ্যোতিষ.) রাশি-নক্ষত্রের দ্বারা ভবিষ্যত্ শুভাশুভ নিরূপণ (ভবিষ্যত্ গণনা)।
[সং. √গণ্ + অন, আ]।
গণনীয় বিণ. স্বীকার্য; গণনা করার যোগ্য; গণনা করতে হবে এমন।
Leave a Reply