গণ [ gaṇa ] বি.
১. সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ);
২. সম্প্রদায়, শ্রেণি;
৩. (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus;
৪. জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ;
৫. শিবের অনুচরবৃন্দ;
৬. (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ;
৭. (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ);
৮. (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)।
[সং. √গণ্ + অ]।
গণডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation.
গণতন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy.
গণতন্ত্রী (ন্ত্রিন্), গণতান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)।
গণদেব বি.
১. গণেশ;
২. গণশক্তির অধিদেবতা।
গণদেবতা বি.
১. সংঘভূত দেবগণ (যথা ৪৯ বায়ু, ৮ বসু, ১২ আদিত্য ইত্যাদি);
২. গণশক্তির অধিদেবতা।
গণনায়ক বি. জনসাধারণের নেতা।
গণপতি, গণনাথ বি.
১. গণেশ;
২. শিব।
গণপিটুনি, গণপ্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার।
গণশক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি।
গণাধিপ, গণাধিপতি গণপতি -র অনুরূপ।
Leave a Reply