গড্ডল, গড্ডর [ gaḍḍala, gaḍḍara ] বি. ভেড়া; গাড়ল।
[অর্বাচীন সং.]।
গড্ডলিকা, গড্ডরিকা বি. (স্ত্রী.)
১. ভেড়ার পালের মধ্যে সবার আগে আগে চলে যে ভেড়ি;
২. এক মেষের অনুবর্তী মেষের দল।
গড্ডলিকা প্রবাহ বি. পালের ভেড়ারা যেমন অন্ধের মতো অগ্রবর্তী ভেড়া বা ভেড়ির অনুসরণ করে, তেমনি ভালো-মন্দ বিচার না করে অন্যান্য সকলের সঙ্গে অগ্রবর্তীর অনুসরণ।
Leave a Reply