গঠন [ gaṭhana ] বি.
১. নির্মাণ (গঠনমূলক সমালোচনা);
২. রচনা, গ’ড়ে তোলা (মূর্তিগঠন, দলগঠন);
৩. বিন্যাস, গড়ন; চেহারা (দেহের গঠন)।
[< সং. ঘটন]।
গঠা ক্রি. গঠন করা।
গঠিত বিণ. রচিত; বিন্যাস্ত (দল গঠিত হল, চরিত্র গঠিত হয়েছে)।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply