গজগজ, গজ্-গজ্, গজরগজর [ gaja-gaja, gaj-gaj, gajara-gajara ] অব্য. বি.
১. বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ;
২. অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে);
৩. বাইরে বেরিয়ে আসার জন্য চঞ্চলতা প্রকাশ (পেটে কথা গজগজ করছে);
৪. স্হানাভাবে ঠেলাঠেলির ভাব (এখনও পেটে খাবারগুলো গজগজ করছে)।
[দেশি, ধ্বন্যা.]।
Leave a Reply