গঙ্গা [ gaṅgā ] বি. ১. গঙ্গা নদী, ভাগীরথী; ২. শিবপত্নী; গঙ্গাদেবী।
[সং. √গম্ + গ + আ]।
গঙ্গাজ বিণ. গঙ্গাজাত। ☐ বি. ১. ভীষ্ম; ২. কার্তিকেয়।
গঙ্গাজল বি. ১. গঙ্গানদীর জল; ২. সখী বা সই পাতানোর সম্পর্ক।
গঙ্গাজলি বি. ১. অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; ২. গঙ্গাজল স্পর্শ করে শপথ; ৩. গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট।
গঙ্গাধর বি. শিব।
গঙ্গাপুত্র বি. ১. ভীষ্ম; ২. শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস।
গঙ্গাপ্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু।
গঙ্গাফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ।
গঙ্গাবাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী।
গঙ্গাযমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। ☐ বিণ. ১. সাদা ও কালো রঙের; ২. দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); ৩. সোনা ও রুপা মিশ্রিত।
গঙ্গাযাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া।
গঙ্গাযাত্রী (-ত্রিন্) বি. ১. মুমূর্ষু ব্যক্তি; ২. যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী।
গঙ্গালাভ বি. গঙ্গাতীরে মৃত্যু।
গঙ্গাসংগম, গঙ্গাসাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান।
গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢোয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ।
গঙ্গোদক বি. গঙ্গাজল।
Leave a Reply