গঞ্জন [ gañjana ] বি. তিরস্কার করা, লাঞ্ছিত করা।
☐ বিণ. অবজ্ঞা বা তিরস্কার করে এমন (অলিকুলগঞ্জন, খঞ্জন-গঞ্জন-আঁখি)।
[সং. √গঞ্জ্ + অন]।
গঞ্জনা বি. তিরস্কার, লাঞ্ছনা (শ্বশুরবাড়িতে তাকে অনেক গঞ্জনা সইতে হয়)।
গঞ্জা ক্রি. তিরস্কার করা (‘বৃথা গঞ্জ তুমি দশাননে’: মধু)।
Leave a Reply