গগন [ gagana ] বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর (‘গগনে গরজে মেঘ ঘন বরষা’: রবীন্দ্র)।
[সং. √গম্ + অন, ম্ স্হানে গ্ আদেশ]।
গগনচারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর।
গগনচুম্বী (-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু।
গগনতল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ।
গগনপট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট।
গগনপথ বি. আকাশপথ, আকাশমার্গ।
গগনপ্রান্ত বি. আকাশের একধার, দিগন্ত।
গগনবিহারী (রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)।
গগনমণ্ডল বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)।
গগনস্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)।
গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল।
গগনাম্বু বি. বৃষ্টির জল।
Leave a Reply