গাঁথা [ gānthā ] ক্রি.
১. পরপর স্হাপনপূর্বক রচনা বা নির্মাণ করা (ফুল দিয়ে মালা গাঁথা, ইট দিয়ে বাড়ি গাঁথা, ভিত গাঁথা);
২. দৃঢসংলগ্ন থাকা, চিরদিন অটুট বা জাগরূক থাকা (কথাটা মনে গেঁথে গেছে) ;
৩. আবদ্ধ বা যুক্ত করা (বঁড়শিতে মাছ গাঁথা)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[বাং. √গাঁথ্ (সং. √গ্রন্হ্) + আ]।
Leave a Reply