গরজ [ garaja ] বি.
১. স্বার্থ, প্রয়োজন (গরজ থাকলে সে নিজেই তোমার কাছে আসবে);
২. যত্ন (পড়াশুনায় গরজ নেই)।
[আ. গর্জ্]।
গরজি বিণ. গরজবিশিষ্ট (আপ্তগরজি)।
গরজ বড় বালাই প্রয়োজন বড় জ্বালা, তার দাবি যেমন করেই হোক মেটাতে হয়।
গরজে গঙ্গাস্নান বি. দায়ে পড়ে পুণ্যকর্ম করা।
Leave a Reply