গমন [ gamana ] বি.
১. যাওয়া, প্রস্হান;
২. চলন, গতি;
৩. স্ত্রী-সম্ভোগ (পরদার গমন)।
[সং. √গম্ + অন]।
গমনাগমন বি. যাতায়াত, আনাগোনা।
গমনার্হ, গমনীয় বিণ. যাওয়া যেতে পারে এমন; গন্তব্য; গমনযোগ্য।
গমনোদ্যত, গমনোন্মুখ বিণ. যাবার জন্য প্রস্তুত হয়েছে এমন বা যাবার উপক্রম করেছে এমন।
গমিত বিণ.
১. অতিবাহিত;
২. জ্ঞাপিত, জানানো হয়েছে এমন;
৩. প্রাপিত, পাওয়ানো হয়েছে এমন।
Leave a Reply