গণ্ডা [ gaṇḍā ] বি.
১. চারটি (এক গণ্ডা আম);
২. পাওনা (আপন গণ্ডা বুঝে নাও)।
[ < সং. গণ্ডক]।
গণ্ডাকিয়া বি. গণ্ডা হিসাব করার প্রণালী।
গণ্ডা গণ্ডা বিণ. বহুসংখ্যক; বহুপরিমাণ; অনেক (গণ্ডা গণ্ডা লুচি)।
গণ্ডায় এণ্ডা দেওয়া ক্রি. বি. গোলমালের সুযোগে নিজের কাজে ফাঁকি দেওয়া।
Leave a Reply