গদা [ gadā ] বি. মুগুর বা মুগুরজাতীয় অস্ত্র।
[সং. √গদ্ + অ + আ (স্ত্রী.)।
গদাঘাত বি. গদার ঘা; গদা দিয়ে প্রহার (গদাঘাতে দুঃশাসনকে বধ করলেন)।
গদাধর, গদাপাণি বি. গদা যাঁর প্রহরণ বা অস্ত্র অর্থাত্ বিষ্ণু।
গদাযুদ্ধ বি. যে যুদ্ধে গদা অস্ত্ররূপে ব্যবহৃত হয়।
Leave a Reply