গ্লানি [ glāni ] বি.
১. ক্লান্তি, অবসাদ;
২. ক্ষয়, হ্রাস (ধর্মের গ্লানি);
৩. মল (মনের গ্লানি) ;
৪. কলঙ্কস্বরূপ ব্যক্তি বা বস্তু (বীরকুল-গ্লানি);
৫. নিন্দা; কল্পিত দোষারোপ (আত্মগ্লানি)।
[সং. √গ্লৈ + তি]।
গ্লান [ glāna ] বিণ.
১. ক্লান্ত, অবসন্ন ;
২. নোংরা;
৩. কলঙ্কস্বরূপ;
৪. নিন্দিত।
Leave a Reply