গদগদ, গদ্-গদ [ gada-gada, gad-gada ] বি. ভাবের প্রাবল্য বা আতিশয্যজনিত অব্যক্ত কণ্ঠধ্বনি।
☐ বিণ.
১. আবেগে বিহ্বল (ভক্তিতে গদগদ) ;
২. অব্যক্ত ধ্বনিযুক্ত (গদ্গদ কণ্ঠে বললেন);
৩. আবেগের আতিশয্যে রুদ্ধ বা জড়িত।
[সং. গদ্গদ + অচ্]।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply