খুদা১, খুদাহ্ [ khudā, khudāh-khōdā ] খোদা১ এর রূপভেদ।
খুদা২, খোদা২ [ khudā, khōdā ] বিণ. ক্রি. উত্কীর্ণ বা অঙ্কিত করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ক্ষুদ]।
খুদাই, খোদাই বি. উত্কিরণ; ক্ষোদন, ধাতু প্রস্তর ইত্যাদি কঠিন বস্তুর উপর অস্ত্র দিয়ে লেখা বা আঁকা, engraving.
খুদানো, খোদানো ক্রি. খোদাই করানো (পাথরের নাম খোদানো)।
☐ বি উক্ত অর্থে।
[ক্ষোদন, ক্ষোদিত দ্র]।
Leave a Reply