খোঁচা১ [ khōncā ] বিণ. খোঁচযুক্ত, তীক্ষ্ণাগ্র (খোঁচা খোঁচা দাড়ি)।
[বাং. খোঁচ + আ]।
খোঁচা২ [ khōncā ] বি. তীক্ষ্ণ বস্তুর আঘাত (বল্লমের খোঁচা); কোনো কিছুর আগা দিয়ে ঠেলা বা আঘাত (লাঠির খোঁচা); আঁচড়, দাগ (কলমের খোঁচা)।
[বাং. √খোঁচা]।
খোঁচানো ক্রি. বি.
১. খোঁচা দেওয়া;
২. বিরক্ত বা উত্তেজিত করা।
খোঁচাখুঁচি বি. কার্যসিদ্ধির জন্য নানা দিকে খোঁচার প্রয়োগ; পরস্পর খোঁচা দেওয়া; ক্রমাগত বিরক্ত করা (ব্যাপারটা নিয়ে এত খোঁচাখুঁচি করছ কেন?)।
Leave a Reply