খেদা১ [ khēdā ] বি. হাতি ধরার ফাঁদবিশেষ।
[তু. বাং. √খেদা]।
খেদা২ [ khēdā ] ক্রি. তাড়িয়ে দেওয়া, দূর করে দেওয়া (দল থেকে খেদিয়ে দেওয়া হল)।
[বাং. √খেদা < সং. √খিদ্ + বাং. আ]।
খেদানো ক্রি. বিণ. উক্ত অর্থে।
খেদাড়া ক্রি. খেদানো, তাড়ানো।
খেদানিয়া, খেদানে বিণ. বিতাড়নকারী, যে তাড়ায় বা খেদায়।
Leave a Reply