খোকা [ khōkā ] বি.
১. শিশুপুত্র (তার একটি খোকা হয়েছে);
২. অল্পবয়স্ক বালক (খোকাখুকুর খেলা) ;
৩. (ব্যঙ্গে) অল্পবয়সীর মতো আচরণকারী বয়স্ক লোক (বুড়ো খোকা)।
[আঞ্চ. কোকা < সং. কুক্ষি?]।
খোকাপনা, খোকামি বি. বয়স্ক লোকের খোকার মতো আচরণ (এই খোকামি তোমাকে আর মানায় না)।
স্ত্রী. খুকি, খুকু।
খোকাইলিশ বি. ইলিশের স্বাদগন্ধযুক্ত ছোট ইলিশবিশেষ।
Leave a Reply