খেজুর [ khējura ] বি. (প্রধানত) এশিয়া ও আফ্রিকায় জন্মায় এমন গাছবিশেষ ও তার ফল, খর্জূর, date palm.
[সং. খর্জূর]।
খেজুরছড়ি বি.
১. খেজুরের কাঁদি;
২. ধানবিশেষ;
৩. খেজুর পাতার মতো নকশাযুক্ত পাড়বিশেষ।
খেজুরে, খেজুরিয়া বিণ. খেজুর দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)।
Leave a Reply