খেঁক [ khēnka ] বি. অব্য.
১. শিয়াল বা কুকুরের রাগ বা বিরক্তি-প্রকাশক শব্দ;
২. কর্কশ বাক্য। [ধ্বন্যা.]।
খেঁকখেঁক বি. কর্কশভাবে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া।
খেঁকখেঁকানি, খেঁকখেঁকানো বি. খেঁক খেঁক করে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া; খেঁক খেঁক শব্দ।
খেঁকানো ক্রি. বি. খেঁক খেঁক শব্দ করে তেড়ে যাওয়া বা খেঁক খেঁক শব্দে ক্রোধ প্রকাশ করা।
Leave a Reply