খুঁত [ khunta ] বি.
১. ক্ষতচিহ্ন (শরীরে খুঁত আছে);
২. স্বল্প ত্রুটি বা দোষ ;
৩. কলঙ্ক। [< সং. ক্ষত]। খুঁত ধরা ক্রি. বি. দোষত্রুটি দেখানো (সবার খুঁত ধরাই ওর কাজ)।
খুঁতখুঁত করা ক্রি. বি. সামান্য ত্রুটিতেই অসন্তুষ্ট হওয়া; কিছুতেই সন্তুষ্ট না হওয়া।
খুঁতখুঁতানি, খুঁতখুঁতুনি বি. খুঁতখুঁত করা।
খুঁতখুঁতে বিণ. কেবলই খুঁত ধরে এমন; সবকিছুতেই অসন্তুষ্ট।
Leave a Reply