খুঁটি [ khunṭi ] বি.
১. কাঠের বা বাঁশের থাম (খুঁটি পুঁতে রেখেছে);
২. বড় গোঁজ বা কীলক (গোরুর খুঁটি) ;
৩. সীমানা নির্দেশের জন্য পোঁতা গোঁজ বা থাম;
৪. (আল.) মুরুব্বি, পৃষ্ঠপোষক (খুঁটির জোরে চাকরি)।
[সং. কূট? ক্ষোড? প্রা. বাং. খুণ্টি]।
খুঁটি গাড়া ক্রি. বি.
১. তীরের খুঁটিতে নৌকা বাঁধা;
২. (আল.) স্হায়ী হয়ে বসা, পাকাপাকিভাবে বসা (সাধুবাবা বটতলায় খুঁটি গেড়ে বসেছেন)।
Leave a Reply