খাস [ khāsa ] বিণ.
১. অসাধারণ (শাক দরবার);
২. নিজস্ব (খাস কামরা);
৩. মালিকের সরাসরি অধিকারভুক্ত বা কর্তৃত্বাধীন (খাসদখল)।
[আ. খাস্]।
খাসখামার বি. নিজের চাষবাসের জমি।
খাসমহল, খাসমহাল, খাসতালুক বি. যে জমি বা তালুক প্রজার কাছে বিলি না করে জমির মালিক সরাসরি নিজের তত্ত্বাবধানে রাখে (খাস তালুকের প্রজা)।
Leave a Reply