খালি১ [ khāli ] বি. (মুস.) মাসি, খালা।
[দেশি]।
খালি২ [ khāli ] বিণ.
১. শূন্য, রিক্ত, নিঃশেষ (খালি হাত, খালি কলসি);
২. ফাঁকা (খালি কামরা);
৩. কেবল, ক্রমাগত (খালি বায়না, খালি কান্না)।
☐ ক্রি-বিণ.
১. কেবল, শুধু, মাত্র (খালি বসব, আমি খালি দেখব);
২. সর্বদা (ছেলেটা খালি কাঁদছে)।
[আ. খালী]।
খালি খালি ক্রি-বিণ. অনর্থক (খালি খালি আমাকে বকছ)।
Leave a Reply