খালাস [ khālāsa ] বি.
১. মুক্তি, রেহাই, অব্যাহতি (অভিযোগ থেকে খালাস পাওয়া);
২. (আঞ্চ.) প্রসব (পোয়াতিদের খালাসের ব্যবস্হা);
৩. দায়মুক্তি (তুমি তো বলেই খালাস) ;
৪. বন্দি অবস্থা থেকে মুক্তি (জেল থেকে খালাস পেয়েছে) ;
৫. ছাড়ানো (মাল খালাস করা)।
☐ বিণ.
১. খালি, শূন্য (ঘর খালাস করা);
২. দায়মুক্ত (একবার বলেই খালাস হলাম);
৩. প্রসূতা (পোয়াতি খালাস হয়েছে)।
[আ. আখ্লস্]।
Leave a Reply