খাপ [ khāpa ] বি.
১. অস্ত্র রাখার আধার (খাপ থেকে তরোয়াল বার করল);
২. কোষ, আধার (চশমার খাপ);
৩. মিল, সামঞ্জস্য (খাপ খাওয়া);
৪. ঘনত্ব, ঠাসবুনন (কাপড়ের খাপ, খাপযুক্ত কাপড়)।
[< ফা. খাম্]।
খাপছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)।
খাপা ক্রি.
১. খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া;
২. ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে যাবে কি?)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো; খাপি করা।
খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)।
Leave a Reply