খান১ খাঁ-এর রূপভেদ।
খান২ [ khāna ] বি. স্হান, জায়গা (এইখান, কোনখানে)।
[ফা. খানহ্]।
খান৩ [ khāna ] (নির্দেশক) অব্য. খণ্ড, টুকরো, সংখ্যাপরিমাণ, খানা (একখান, খানকয়েক)।
[সং. খণ্ড]।
খানকতক বি. বিণ. কয়েকটা (খানকতক শাড়ি)।
খানখান অব্য. টুকরো টুকরো, খণ্ড খণ্ড (ভেঙে খানখান করেছে)।
Leave a Reply