খাদ্য [ khādya ] বি. ভোজ্যদ্রব্য, খাবার জিনিস, খাবার।
☐ বিণ. ভোজনের যোগ্য (পশুর অখাদ্য)।
[সং. √খাদ্ + য]।
খাদ্যগ্রহণ বি. খাওয়া, আহার।
খাদ্যনালী বি. জীবদেহের যে অন্ত্রপথে খাদ্যবস্তু পরিপাকের জন্য পরিবাহিত হয়, food canal.
খাদ্যপ্রাণ বি. খাদ্যবস্তুতে থাকে এমন জীবনীশক্তিবর্ধক পদার্থবিশেষ, ভিটামিন।
খাদ্যাখাদ্য বি. খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত পদার্থ।
Leave a Reply