খাতির [ khātira ] বি.
১. সম্মান, সমাদর, কদর (সেখানে সে খুব খাতির পেল);
২. প্রভাব (তার খাতিরেই কাজটা হল);
৩. সৌহার্দ্য, সম্প্রীতি (তার সঙ্গে আমার যথেষ্ট খাতির আছে) ;
৪. কারণ, গরজ, নিমিত্ত (সত্যের খাতিরে বলতেই হয়, চাকরির খাতিরে)।
[আ. খাতর্]।
খাতির করা ক্রি. বি. সমাদর বা আপ্যায়ন করা।
খাতির জমা বি. নিশ্চয়তা; দৃঢ ধারণা; নিশ্চিন্ততা।
☐ বিণ. নিশ্চিন্ত।
খাতিরদারি বি. সমাদর; আতিথ্য।
খাতির নাদারত, খাতির নাদারদ বিণ. যে কাউকে খাতির করে কথা বলে না, যে কারও খাতিরে উচিত
কথা বলতে পিছপা নয়; স্পষ্ট বক্তা।
☐ বি. উপেক্ষা।
Leave a Reply