খাতা [ khātā ] বি. লেখার বা হিসাবের পুস্তকবিশেষ; লেখার জন্য একত্র বাঁধা কাগজ।
[ফা. খত্]।
খাতা খোলা ক্রি. বি. হিসাব আরম্ভ করা।
খাতাপত্র বি. নানান বিষয়ের বা নানাবিধ খাতা।
খাতাবন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত।
খাতা লেখা ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা।
Leave a Reply