খাঁদা, খ্যাঁদা, খেঁদা বিণ. চ্যাপটা বা অনুন্নত নাকবিশিষ্ট।
[দেশি]।
বিণ. (স্ত্রী.) খাঁদি।
খাঁদা-বোঁচা বিণ.
১. নাক-কান দুই-ই কাটা গেছে এমন;
২. নাক-থেবড়া;
৩. কুত্সিতদর্শন।
খেঁদি বিণ. বি. (স্ত্রী.)
১. নাক কান দুই-ই কাটা গেছে এমন (স্ত্রীলোক);
২. চ্যাপটা নাকবিশিষ্টা;
৩. কুত্সিতদর্শনা, কুরূপা।
Leave a Reply