খাই১–খেই-এর রূপভেদ।
খাই২ [ khāi ] বি.
১. গর্ত, খাত;
২. পারিখা, গড়খাই (‘কৈল খাই সমুদ্রসমান’: কাশী.) ;
৩. গভীরতা (চার হাত খাই)।
[সং. খাত]।
খাই৩ [ khāi ] ক্রি. আহার করি।
☐ বি. ভোজন।
[বাং. √খা (সং. √খাদ্) + ই]।
খাইখরচ, খাইখরচা বি. খাওয়াদাওয়া বাবদ খরচ, খাওয়ার জন্য যে টাকা খরচ হয়।
খাই খাই করা ক্রি. বি. সর্বদা খাওয়ার জন্য লালসা প্রকাশ করা।
খাইখালাশি বিণ. জমির উপস্বত্ব থেকে ঋণ পরিশোধের শর্তবিশিষ্ট।
খাইয়ে বিণ. ভোজনপটু, প্রচুর খেতে পারে বা খেতে ভালোবাসে এমন (খাইয়ে লোককে খাইয়েও সুখ)।
Leave a Reply